চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফরাসি ও মার্কিন নারী

রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফরাসি ও মার্কিন নারী

আন্তর্জাতিক ডেস্ক

৭ অক্টোবর, ২০২০ | ৫:১৯ অপরাহ্ণ

২০২০ সালে রসায়ন বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন দুই নারী। তারা হলেন- এমানুয়েলে কার্পেন্তিয়ের ও জেনিফার এ. দোদনা। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আজ বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তাদের নাম ঘোষণা করে।

রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্সেসে তাদের নাম ঘোষণা অনুষ্ঠানে কর্তৃপক্ষ জানায়, জিনোম এডিটিং বা জিনোম ইঞ্জিনিয়ারিংয়ের একটি পদ্ধতি বিকাশে অবদানের জন্য এমানুয়েলে কার্পেন্তিয়ের ও জেনিফার এ. দোদনাকে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।

কোনো জীবের সামগ্রিক ডিএনএকে জিনোম বলে। আর এই জিনোম থেকে ডিএনএ আলাদা করার উপায়কেই জিনোম এডিটিং বলা হয়। সেটার আবার বিভিন্ন পদ্ধতির মধ্যে একটি পদ্ধতির বিকাশে নোবেলজয়ী এই অবদান দুই নারী বিজ্ঞানী।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট