চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

২ অক্টোবর, ২০২০ | ১০:৪২ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  

বৃহস্পতিবার রাতে এক টুইটে ট্রাম্প নিজে এ তথ্য জানিয়ে বলেন, নিজের একজন ঘনিষ্ট উপদেষ্টা আক্রান্ত হওয়ার পর তার এবং মেলানিয়ার নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। তাদের রিপোর্ট পজেটিভ এসেছে।

কোভিড-১৯ আক্রান্ত ট্রাম্পের উপদেষ্টা ৩১ বছর বয়সী হোপ হিক্স এ সপ্তাহের শুরুতে ট্রাম্পের সঙ্গে ‘এয়ার ফোর্স ওয়ান’ এ ভ্রমণ করেছেন। একটি টেলিভিশন বিতর্কে অংশ নিতে ট্রাম্প ওহাইওতে গিয়েছিলেন।

বিবিসি জানায়, গত মঙ্গলবার ক্লিভল্যান্ডে প্রেসিডেন্টের উড়োজাহাজ থেকে নামার সময় হিক্সের মুখে মাস্ক ছিল না।

পরদিন বুধবার একটি নির্বাচনী সমাবেশে অংশ নিতে হেলিকপ্টারে করে মিনেসোটায় যান ট্রাম্প। সেখানেও তার সঙ্গে ছিলেন হিক্স।

বৃহস্পতিবারের টুইটে ট্রাম্প লেখেন, ‘‘হোপ হিক্স, যিনি সামান্য বিরতি না নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এইমাত্র তিনি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। ভয়ঙ্কর!

‘‘ফার্স্ট লেডি এবং আমি আমাদের পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছি। তবে আমরা এরই মধ্যে আমাদের কোয়ারেন্টাইন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি।”

আগামী ১৫ অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে দ্বিতীয় টেলিভিশন বিতর্কের কথা রয়েছে। সেটির কী হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৭২ লাখের বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। সেখানে এ রোগে প্রাণ গেছে দুই লাখের বেশি মানুষের।

হোয়াইট হাউজ থেকে প্রতিদিন সব উপদেষ্টা এবং যারা প্রেসিডেন্ট ট্রাম্পের সংস্পর্শে আসেন তাদের সবার করোনাভাইরাস পরীক্ষা করানো হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট