চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক বৃহস্পতিবার

কুয়েতের আমির শেখ সাবাহ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২০ | ৯:১৩ অপরাহ্ণ

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। খবর আল জাজিরা’র।

কুয়েত কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ২০১৯ সালের আগস্টে বড় ধরনের শারীরিক জটিলতা তৈরি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চলতি বছরের জুলাইয়ে মার্কিন বিমানবাহিনীর একটি বিমানে করে তাকে কুয়েত থেকে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় উড়িয়ে নিয়ে আসা হয়। সেখানেই তিনি এতদিন চিকিৎসাধীন ছিলেন।

১৯২৯ সালে জন্ম নেয়া শেখ সাবাহর হাত ধরেই গড়ে ওঠে আধুনিক কুয়েতের পররাষ্ট্রনীতি। ১৯৬৩ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ৪০ বছর তিনি আরব দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর ২০০৬ সালে শেখ সাবাহ দেশটির আমির হন। মধ্যপ্রাচ্যে নানা সমস্যায় কূটনীতিক হিসেবে আমির শেখ সাবাহর ভূমিকা প্রশংসনীয় ও অতুলনীয়। কাতারের ওপর সৌদি আরর, সংযুক্ত আরব আমিরাতসহ চারটি দেশের অবরোধ নিরসনে মধ্যস্থতায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট