চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লিবিয়ার নৌকাডুবি: বাংলাদেশিসহ ২২ জন উদ্ধার, নিখোঁজ ১৬

পূর্বকোণ ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২০ | ১০:১১ অপরাহ্ণ

লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশিসহ ২২ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। ভূমধ্যসাগরে বৃহস্পতিবার রাতের এ ঘটনায় তিনজনের মৃত্যুসহ নিখোঁজ রয়েছেন অন্তত ১৬ জন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) শুক্রবার এ তথ্য জানিয়েছে খবর বার্তা সংস্থা এএফপির।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরার খবরে জানানো হয়, যে তিনজনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে দুজন সিরীয়। অপরজন ঘানার নাগরিক। যে ২২ জনকে উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে বাংলাদেশ, মিসর, ইথিওপিয়া, নাইজার, সোমালিয়া, সিরিয়া ও ঘানার নাগরিক রয়েছেন। লিবিয়ার কোস্টগার্ডের সহযোহিতায় ওই ২২ জনকে উদ্ধার করা হয়। পরে তাঁদের লিবিয়ার জলিতেন আটককেন্দ্রে নেওয়া হয়।

লিবিয়ার কোস্টগার্ড বলেছে, নৌকাডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ চলছে। এ নিয়ে এক মাসের মধ্যে লিবিয়ার উপকূলে নৌকাডুবির দুটি ঘটনা ঘটল। আইওএমের তথ্যমতে, এর আগে গত ১৫ সেপ্টেম্বরের নৌকা ডুবে ২০ জনের মৃত্যু হয়।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট