চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রতিষেধক ভ্যাকসিনের আগেই ২০ লাখ মানুষের মৃত্যু হবে

আন্তর্জাতিক ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২০ | ৪:২২ অপরাহ্ণ

বৈশ্বিক মহামারি করোনায় প্রতিষেধকের ব্যবহার সহজলভ্য হবার আগেই এই ভাইরাসে প্রায় ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছেন ডব্লিউএইচওর কর্মকর্তা।

ডব্লিউএইচওর জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান জানান, বিশ্বব্যাপী এ ভাইরাস প্রতিরোধে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার না হলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

সময়ের সঙ্গে সঙ্গে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে বেড়েই চলেছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ২০৪।

এর মধ্যে মারা গেছে ৯ লাখ ৯৩ হাজার ৪৬৩ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৩৪৬ জন। বিশ্বের বিভিন্ন দেশেই ইতোমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। এ নিয়েও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট