চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনার টিকা এলেও মাস্ক পরতেই হবে: ফাউচি

আন্তর্জাতিক ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২০ | ৫:৪০ অপরাহ্ণ

করোনাভাইরাসের টিকা আসলেও এই ভাইরাস ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই কোন অবস্থাতেই মাস্ক ছাড়া যাবে না বলে সাবধান করেছেন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ এলার্জি এন্ড ইনফেকশন ডিজিজ’য়ের পরিচালক ড. এন্থনি ফাউচি।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির গভর্নর ফিল মার্ফির সঙ্গে ফেসবুকের মাধ্যমে সরাসরি আলাপকালে এই সাবধানতার বাণী উচ্চারণ করেন ড. ফাউচি।
তিনি জানান, হাঁচি-কাশির সঙ্গে বেরিয়ে আসা ক্ষুদ্র তরল কণার মাধ্যমে বেশ কিছু সময়ের জন্য ভাইরাসটি বাতাসে ভেসে থাকতে পারে।”
আর সেই কণার সংস্পর্শে এসে সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। যে কারণে ছয় ফিট দূরত্ব রেখে চলা, হাত ধোয়া ও মাস্ক পরাসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেন ড. ফাউচি।

 

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট