চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দীর্ঘতম বন্ধ কাটিয়ে ফের খুলেছে আগ্রার তাজমহল

আন্তর্জাতিক ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২০ | ২:৪১ অপরাহ্ণ

ইতিহাসের দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকার পর অবশেষে খুলেছে বিশ্বের অন্যতম আকর্ষনীয় পর্যটন স্থান আগ্রার তাজমহল। করোনাকালে কঠোর স্বাস্থ্যবিধি মেনে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তা খুলে দেয়া হয়েছে।

কঠোর স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে আগ্রা দুর্গও জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে। করোনার কারণে গত ১৭ মার্চ থেকে তাজমহল ও আগ্রা দুর্গ বন্ধ ছিল।

আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া থেকে জানা যায়, কেন্দ্র থেকে যেসব স্বাস্থ্য-নিরাপত্তাবিধি জারি করা হয়েছে, তাজমহল ও আগ্রা দুর্গ পরিদর্শনের সময় তার সবকিছু মানতে হবে। দিনে মাত্র পাঁচ হাজার দর্শনার্থী তাজমহল পরিদর্শন করতে পারবেন। তাজমহল পরিদর্শনে দর্শনার্থীদের জন্য দুটি শিফট করা হয়েছে। প্রতি শিফটে আড়াই হাজার করে দর্শনার্থী ঢুকতে পারবেন। অন্যদিকে, দিনে আগ্রা দুর্গ পরিদর্শন করতে পারবেন মোট আড়াই হাজার দর্শনার্থী।

উল্লেখ্য, করোনার কারণে ভারতে মার্চ মাসে কঠোর লকডাউনের মধ্যে ৬ মাস বন্ধ ছিল এ পর্যটন স্থান।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন