চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনা চিকিৎসায় ভেষজ ওষুধ নিয়ে ভাবছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২০ | ২:১৫ অপরাহ্ণ

মাদাগাস্কারের প্রেসিডেন্ট করোনা চিকিৎসায় কার্যকরী একটি পানীয়র ঘোষণা দেয়ার কয়েক মাস পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভেষজ চিকিৎসা পদ্ধতি নিয়েও ভাবতে শুরু করেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকান ভেষজ ওষুধগুলো ট্রায়ালের জন্য অনুমোদন দিয়েছে।

গত মে মাসে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রেই রাজোয়েলিনা জানান, ডেইজি গোত্রের গাছ আর্টেমিসিয়া থেকে উৎপাদিত পানীয় করোনা সারাতে কার্যকরী। এ ব্যাপারে কোনো পরীক্ষা-নিরীক্ষা না হলেও এই গাছটি ম্যালেরিয়ার চিকিৎসায় কার্যকারিতার প্রমাণ রয়েছে।

এ ছাড়া করোনা চিকিৎসায় আরও কিছু ভেষজ ওষুধের নাম শোনা গেছে। ওষুধগুলো ঠিক কার্যকর কি-না সে জন্যই তৃতীয় ধাপের ট্রায়ালের প্রোটোকল তৈরি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আরও দুই সংস্থার গবেষকেরা।
এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকান অঞ্চলের পরিচালক প্রসপের তুমুসিমে জানান, ঐতিহ্যগত ওষুধ নিরাপদ, কার্যকরী, মানসম্পন্ন বলে প্রমাণিত হলে তা দ্রুত ও ব্যাপক উৎপাদনের জন্য সুপারিশ করবে ডব্লিউএইচও।

এ কাজে ডব্লিউএইচও’র সহযোগী হিসেবে রয়েছে আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশন এবং আফ্রিকান ইউনিয়ন কমিশন ফর সোশ্যাল এফেয়ার্স।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট