চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ভারতে করোনায় একদিনে রেকর্ড ৯৭ হাজার ৮৯৪ জন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২০ | ১২:৫৪ অপরাহ্ণ

ভারতে একদিনে ৯৭ হাজার ৮৯৪ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এটি ভারতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, সেখানে ২৪ ঘণ্টায় ৯৭ হাজার ৮৯৪ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারত শনাক্ত ৫১ লাখ ২০ হাজারেরও বেশি রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত দেশ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৬৬ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে।

মহামারী শুরু হওয়ার পর থেকে শুধু এ দুটি দেশেই শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখের দুঃখজনক মাইলফলক পার হয়েছে।

টানা এক মাসেরও বেশি সময় ধরে ভারতে প্রতিদিনই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে। টানা দুই সপ্তাহ ধরে প্রতিদিন এক হাজারেরও বেশি রোগীর মৃত্যু রেকর্ড হচ্ছে। দিন দিন মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

কোভিড-১৯ এ শেষ ২৪ ঘণ্টায় ১১৩২ জনের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এ নিয়ে দেশটিতে করোনাভাইরাস ৮৩ হাজার ১৯৮ জনের প্রাণ কেড়ে নিল। ভারতে করোনাভাইরাসে মৃত্যু কেবল ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের চেয়েই কম।

১ লাখ ৯৬ হাজার ৮০২টি মৃত্যুর নিয়ে এ তালিকায়ও বিশ্বে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র আর ১ লাখ ৩৪ হাজার ১০৬টি মৃত্যু নিয়ে ব্রাজিল আছে দ্বিতীয় স্থানে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন