চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৮ লাখ ৬৩ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

৩ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০৮ অপরাহ্ণ

বিশ্বে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। আর ভাইরাসটিতে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৬৩ হাজার। 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৪১০ জন। আর বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছে ৮ লাখ ৬৩ হাজার ২৮ জন। 

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ১৩ হাজার ৫১০ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৭২০ জনের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেখানে ৩৯ লাখ ৯৭ হাজার ৮৬৫ জন করোনায় আক্রান্ত এবং আর মারা গেছে ১ লাখ ২৩ হাজার ৭৮০ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ভারতে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৩৭৬ জনের। 

করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ১০ লাখ ১ হাজার ৯৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে করোনায় আক্রান্ত বিবেচনায় রাশিয়ায় মৃত্যুহার অনেক কম। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৭ হাজার ৩৬৫ জন।

মৃত্যু বিবেচনায় ভারতের পরেই রয়েছে মেক্সিকো। তবে আক্রান্তের দিক থেকে বিশ্বে দেশটির অবস্থান অষ্টম। সেখানে বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৬ লাখ ১০ হাজার ৯৫৭ জন। সেখানে মারা গেছে ৬৫ হাজার ৮১৬ জন। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট