চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনা রোগীর ফুসফুসের সফল প্রতিস্থাপন

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২০ | ৫:৫৩ অপরাহ্ণ

করোনায় ক্ষতিগ্রস্ত এক রোগীর দুটি ফুসফুস একসঙ্গে প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করার দাবি করেছে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে। চেন্নাইয়ের মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল এমজিএম হেলথ কেয়ারের বিরল এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এমজিএম হেলথ কেয়ারের কার্ডিয়াক সায়েন্সেসের ডিরেক্টর ও চেয়ারম্যান এবং হার্ট অ্যান্ড লাং ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের ডিরেক্টর ডাক্তার কে আর বালাকৃষ্ণনের নেতৃত্বে একটি চিকিত্‍‌সক দল এই অস্ত্রোপচার করে। ডাক্তার সুরেশ রাও, ডাক্তার শ্রীনাথ, ডাক্তার অপর জিন্দলের মতো বিশেষজ্ঞরা ছিলেন এই টিমে। কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার অঙ্কিত ভরত সবার নজর কেড়েছিলেন। তার নেতৃত্বে একটি চিকিত্‍‌সক দল সফলভাবে শিকাগোর এক তরুণীর (২০) শরীরে সফলভাবে দুটি ফুসফুস একসঙ্গে প্রতিস্থাপন করে। এশিয়ার প্রথম দেশ হিসেবে করোনা রোগীর শরীরে ফুসফুস প্রতিস্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করল ভারত।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট