২৮ আগস্ট, ২০২০ | ৭:৫৬ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক
চীনের কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানায়, চীনের বিক্রেতাদের কাছ থেকে এখন আর অপরিশোধিত জ্বালানি তেল কিনছে না ভারতের তেল শোধনাগারগুলো। সীমান্তে সংঘর্ষে চীনের সৈনিকদের হাতে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর সীমান্তবর্তী দেশগুলো থেকে তেল আমদানি না করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি।
বিভিন্ন সূত্র জানিয়েছে, ভারতের জ্বালানি তেল সংক্রান্ত কোনো টেন্ডারেও অংশ নিতে দেয়া হচ্ছে না চীনের কোম্পানিগুলোকে। চীনের কোনো তেল ট্যাংকারও তেল আমদানির জন্য ব্যবহার করছে না নয়াদিল্লি।
ভারত ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপড়েনের প্রভাবে কমে গেছে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন। চীন থেকে বিদ্যুৎ সরঞ্জাম আমদানির ক্ষেত্রেও নতুন কিছু বিধিনিষেধ আরোপ করেছে নয়াদিল্লি। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে চীন থেকে আসা সব বিদ্যুৎ সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছে ভারত।
পূর্বকোণ/আরপি
The Post Viewed By: 156 People