চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মালয়েশিয়ান পতাকা অবমাননার অভিযোগ, ৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ান পতাকা অবমাননার অভিযোগ, ৪ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

২৫ আগস্ট, ২০২০ | ১১:৩৪ অপরাহ্ণ

ট্রাকের সামনে উল্টো করে টাঙিয়ে মালয়েশিয়ার পতাকা উড়ানোয় ট্রাকচালকসহ চার বাংলাদেশি শ্রমিককে আটক করেছে পুলিশ। দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার জানায়, গতকাল সোমবার তাদের আটক করা হয়।

গমবাক পুলিশ প্রধান এসিপি আরিফাই তারাউই জানান, পতাকা উল্টো করে টাঙানোর এ ঘটনায় ৩৬ বছর বয়সী এক ব্যক্তির অভিযোগ করেছেন।

তিনি জানান, অভিযোগকারী রাওয়াংয়ের বান্দার কান্ট্রি হোমসের একটি মসজিদের সামনে ঘটনাটি দেখার পর ট্রাকটিকে থামিয়ে চালককে তিরস্কার করেন। তিনি পুরো ঘটনার ভিডিও ধারণ করেন সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এক বিবৃতিতে পুলিশ কর্মকর্তা আরিফাই তারাউই বলেন, ওই ব্যক্তি পাঁচ জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পরে ৪৮ বছর বয়সী ট্রাকচালকসহ ৩০ থেকে ৪৩ বছর বয়সী চার বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়। শ্রমিকেরা স্থানীয় একটি কারখানায় কাজ করেন। আজ মঙ্গলবার তাদের রিমান্ডে নেয়া হবে।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট