চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনার আরও একটি ভ্যাকসিনের সাফল্যের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

২৫ আগস্ট, ২০২০ | ৪:৩৯ অপরাহ্ণ

বিশ্বের প্রথম করোনার ভ্যাকসিন ‘স্পুটনিক-৫’ এর অনুমোদনের পর এবার ‘এপিভ্যাককরোনা’ নামের আরেকটি ভ্যাকসিনের ট্রায়ালে সাফল্য দাবি করেছে দেশটি।

জানা গেছে, ‘এপিভ্যাককরোনা’ ভ্যাকসিনটি বানিয়েছে রাশিয়ার ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি এন্ড বায়োটেকনোলজি।

রাশিয়ায় ভ্যাকসিনটির তৃতীয় স্তরের ট্রায়াল চলছে। সেপ্টেম্বরে এর ট্রায়াল শেষ হবে।

ভেক্টর স্টেট রিসার্চের ভাইরোলজিস্টরা বলেছেন, প্রথম দফায় ৫৭ জনের শরীরে টিকা দেয়া হয়েছিল। প্রথম ডোজ দেয়ার ১৪-২১ দিনের মাথায় দ্বিতীয় ডোজ দেয়া হয়। দেখা গেছে, প্রত্যেকের শরীরেই এন্টিবডি তৈরি হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বর্তমানে করোনাভাইরাসের অন্তত অর্ধ ডজন ভ্যাকসিন পরীক্ষার শেষ ধাপে রয়েছে।

এর মধ্যে চীনের তিনটি, যুক্তরাজ্যের একটি, যুক্তরাষ্ট্রের একটি এবং মার্কিন-জার্মান অংশীদারিত্বের ভিত্তিতে একটি ভ্যাকসিন রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট