চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

গ্রিনল্যান্ডের বরফ গলার রেকর্ড

গ্রিনল্যান্ডের বরফ গলার রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

২১ আগস্ট, ২০২০ | ৮:০১ অপরাহ্ণ

বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডে বেড়ে গেছে বরফ গলা। গতবছরের চেয়ে এবারের মাত্রা অনেক বেশি। বিজ্ঞানীরা বলছেন, সুমেরু অঞ্চলের মহাসাগর ঘেঁষা গ্রিনল্যান্ডে বরফ গলার পরিমাণ আগের রেকর্ড ভেঙে ১৫ শতাংশ এগিয়ে গেছে।

একটি নতুন বিশ্লেষণ বলছে, ১৯৪৮ সালের রেকর্ডগুলোর তুলনায় এবারের বরফ গলার পরিমাণ ‘নজীরবিহীন’। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রায় প্রতিবছরই রেকর্ড ভেঙে দ্বীপটির বরফ গলছে আশঙ্কাজনকভাবে। কার্বনডাইঅক্সাইডের চলমান নির্গমন গ্রিনল্যান্ডকে আরও চরম খারাপের দিকে নিয়ে যাচ্ছে।

বিজ্ঞানীরা বলছেন, গতবছরের রেকর্ড ভেঙে বরফ গলছে এবার। অথচ গতবছরের গ্রীষ্মেও আশঙ্কাজনক হারে বরফ গলেছে দ্বীপটিতে। তারা বলছেন, ২০১৯ সালে তীব্র তাপের প্রভাবে অবরুদ্ধ হয়ে পড়েছিল আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের ‘সবুজদ্বীপ’।

বিবিসি বলছে, গত ৩০ বছরে বরফ গলা বেড়ে যাওয়ার কারণে আশঙ্কাজনকহারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেছে। আর এতে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে গ্রিনল্যান্ড।

গতবছরের ডিসেম্বরে প্রকাশিত গ্রিনল্যান্ডের একটি বড় আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছিল, ১৯৯০ দশকের তুলনায় এখন সাতগুণ বেশি বরফ গলছে। সেই ধারা অব্যাহত রয়েছে বলে এখনের একটি প্রতিবেদনেও দেখা যাচ্ছে। যা বিশ্বকে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের দিকেও ঠেলে দিচ্ছে।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট