চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

২১ আগস্ট, ২০২০ | ১:২৭ অপরাহ্ণ

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল। শুক্রবারের ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ৬.৯ মাত্রার  ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বান্দা সাগরে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূমিকম্প বিষয়ক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের আঘাত পর মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

জাকার্তা প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের আঘাত হানলে অনেক ভবন দুলতে থাকে। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘর ছেড়ে বেরিয়ে আসেন অনেকে।

শক্তিশালী ভূমিকম্প হলেও এখন পর্যন্ত সুনামির সতর্কতা জারি করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেংকুলু প্রদেশে বুধবার (১৯ আগস্ট)  ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ওই সময় দেশটির আবহাওয়া ও জিওফিজিক এজেন্সির (বিএমকেজি) বরাতে সিনহুয়া জানিয়েছিল, জাকার্তার স্থানীয় সময় ভোর ৫টা ২৯ মিনিটে আঘাত হানা বেংকুলুর উতারা জেলার দক্ষিণ-পশ্চিমে ৭৮ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে ছিল এর উপকেন্দ্র।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট