চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ৩৫ লাখ, মৃত্যু ৭ লাখ ৯২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

২১ আগস্ট, ২০২০ | ১১:২০ পূর্বাহ্ণ

বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ২৫ লাখ ৯৩ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৯২ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৯২ হাজার ৩৯৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৫ লাখ ৯৩ হাজার ৩৬৩ জনে। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৪৪ লাখ ৫৪ হাজার ৯১৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, এক লাখ ৭৪ হাজার ২৪৮ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৫৫ লাখ ৭৩ হাজার ৫০১ জন। 

আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৫ লাখ ১ হাজার ৯৭৫ জন। এ পর্যন্ত মারা গেছে এক লাখ ১২ হাজার ৩০৪ জন।

মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে মেক্সিকো। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৯ হাজার ১০৬ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪৩ হাজার ৮০৬ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃতের সংখ্যায় চতুর্থ অবস্থানে ভারত। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৩ হাজার ৮৬৬ জন। আক্রান্ত হয়েছে ২৮ লাখ ৩৬ হাজার ৯২৫ জন। 

করোনায় সর্বোচ্চ আক্রান্ত দেশগুলোর চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৯ লাখ ৩৯ হাজার ৮৩৩ জন। আর মৃতের সংখ্যা ১৬ হাজার ৫৮ জন।

আক্রান্ত দেশগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। দেশটিতে আক্রান্ত ৫ লাখ ৯৯ হাজার ৯৪০ জন। আর মৃতের সংখ্যা ১২ হাজার ৬১৮ জন।

করোনায় মৃতের দিক থেকে পঞ্চম অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৪ হাজার ১৯৬ জন। এবং মারা গেছেন ৪১ হাজার ৪৮৯ জন। 

আর করোনায় পেরুতে আক্রান্ত ৫ লাখ ৫৮ হাজার ৪২০ জন এবং মারা গেছে ২৬ হাজার ৮৩৪ জন। কলম্বিয়ায় আক্রান্ত ৫ লাখ ২ হাজার ১৭৮ জন এবং মারা গেছে ১৫ হাজার ৯৭৯ জন। 

করোনায় ইতালিতে মৃতের সংখ্যা ৩৫ হাজার ৪১৮ জন এবং আক্রান্ত ২ লাখ ৫৬ হাজার ১১৮ জন। ইউরোপের দেশ ফ্রান্সে মারা গেছে ৩০ হাজার ৪৩৪ জন এবং আক্রান্ত ২ লাখ ৫৬ হাজার ৫৩৪ জন। 

স্পেনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮১৩ জনের। আর আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৯০৬ জন। এছাড়া জার্মানিতে কোভিড-১৯ এ আক্রান্ত ২ লাখ ৩১ হাজার ২৯২ জন, মারা গেছেন ৯ হাজার ২৬৩ জন। ইরানে আক্রান্ত ৩ লাখ ৫২ হাজার ৫৫৮ জন, মারা গেছেন ২০ হাজার ২৬৪ জন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট