চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চায়ের সঙ্গে বিষপ্রয়োগ, সংকটে রুশ বিরোধীদলীয় নেতা

চায়ের সঙ্গে বিষপ্রয়োগ, সংকটে রুশ বিরোধীদলীয় নেতা

আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট, ২০২০ | ৮:২৪ অপরাহ্ণ

রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। দেশটির একটি হাসপাতালের আইসিইউ ইউনিটে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে সাইবেরিয়া থেকে রাশিয়া ফেরার পথে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিষক্রিয়ায় নাভালনি’র অবস্থা খারাপ হতে থাকলে তাকে বহনকারী বিমানটি সাইবেরিয়ায় জরুরি অবতরণ করে।

তার মুখপাত্র কিরা ইয়ার মইস গণমাধ্যমকে জানান, সাইবেরিয়া থেকে মস্কো যাওয়ার পথে নাভালনি বিষক্রিয়ায় আক্রান্ত হলে তাকে বহনকারী বিমানটি জরুরি অবতরণ করানো হয়। তাকে চায়ের সঙ্গে বিষ প্রয়োগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ সকাল থেকে তিনি শুধু এটাই পান করেছেন।

রুশ সংবাদমাধ্যমগুলো জানায়, সাইবেরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নাভলনি চিকিৎসা নিচ্ছেন।

৪৪ বছর বয়সী এ রাজনীতিবিদ রুশ সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে রাজনীতিতে জনপ্রিয় হন। গতবছরও জেলে থাকার সময় অসুস্থ হয়েছিলেন তিনি। সেসময়ও তাকে হাসপাতালে নেয়া হয়েছিল।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট