চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কুয়েতে নব নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের আগমন

কুয়েতে নব নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের আগমন

কুয়েত সংবাদদাতা

১৮ আগস্ট, ২০২০ | ১২:০৬ অপরাহ্ণ

কুয়েতে নব নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান কুয়েতে এসে পৌছেছেন। সোমবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় এমারত এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছালে আগত রাষ্ট্রদূতকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় বিমান বন্দরে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান, ডিফেন্স এটার্সি বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের, বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল মজিদ, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম খান, দ্বিতীয় সচিব নিয়াজ মোর্শেদ, কল্যাণ সহকারী মোহাম্মদ ফরিদ হোসাইন,প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, সোনালী ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুয়েতের কূর্তবা এলাকায় রাষ্ট্রদূতের বাস ভবন বাংলাদেশে হাউসে করোনাকালীন সময়ে কুয়েত সরকারের নিয়ম অনুযায়ী ১০ দিনের জন্য হোম কোয়ারেন্টাইন পালন করবেন। ২৩ আগস্ট হতে বাস ভবন থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন।

উল্লেখ্য, মেজর জেনারেল আশিকুজ্জামান সেনাবাহিনীতে কমিশন পান ১৯৮৮ সালে। ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এই কর্মকর্তা সিয়েরা লিওন, আইভোরি কোস্ট এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজ এবং স্ট্র্যাটেজিক স্টাডিজে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি। রাষ্ট্রদূতের জন্মস্থান রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলায়।
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতে। দেশটিতে বর্তমানে বিভিন্ন পেশায় তিন লক্ষ প্রবাসী কাজ করছেন।

পূর্বকোণ/সাদেক-এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট