চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ভারতের সংসদ ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

১৭ আগস্ট, ২০২০ | ১:০৩ অপরাহ্ণ

ভারতের দিল্লিতে সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের ৭ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভি।

সোমবার (১৭ আগস্ট) সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

এনডিটিভির খবরে বলা হয়, অ্যানেক্স বিল্ডিংয়ের ৭ তলার ৬ নম্বর কক্ষে আগুন লাগে। তবে আগুনে পুড়ে গিয়ে যা ক্ষয়ক্ষতি হয়েছে তা ওই ঘরটিতেই, দমকলকর্মীদের তৎপরতায় আগুন আর অন্য কোনও ঘরে ছড়িয়ে পড়েনি।

দিল্লির ফায়ার সার্ভিস বিভাগের পরিচালক অতুল গর্গ বলেছেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হযয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ রুখতে ২৫ মার্চ থেকে ভারতজুড়ে লকডাউন ঘোষণার কয়েক দিন আগে থেকেই সংসদের উভয় কক্ষ, লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন স্থগিত করে দেয়া হয়। বাজেট অধিবেশন স্থগিত করা হয় ২৩ মার্চ।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট