চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দক্ষিণ এশিয়ার ৩৯ লাখ শিশু স্বাস্থ্য ঝুঁকিতে: ইউনিসেফ

দক্ষিণ এশিয়ার ৩৯ লাখ শিশু স্বাস্থ্য ঝুঁকিতে: ইউনিসেফ

পূর্বকোণ ডেস্ক

২৮ জুলাই, ২০২০ | ৯:৩৮ অপরাহ্ণ

জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ’র মতে, দক্ষিণ এশিয়ার ৩৯ লাখ শিশু স্বাস্থ্য ঝুঁকিতে আছে। ওই শিশুরা যেকোনো সময় স্বাস্থ্য জটিলতায় পড়তে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মেডিক্যাল জার্নাল ল্যানসেট শিশুদের স্বাস্থ্যবিষয়ক ইউনিসেফের এই পরিসংখ্যানটি দিয়েছে।

ল্যানসেটের ওই সমীক্ষায় বলা হয়, বিশ্ব জুড়ে ৬৭ লাখ শিশু করোনাভাইরাস মহামারির আর্থ-সামাজিক প্রভাবের কারণে তীব্র স্বাস্থ্য সমস্যার শিকার হবে। এর অর্ধেক শিশুই দক্ষিণ এশিয়ার। অপুষ্টির কারণে শিশুদের ওই সমস্যাগুলো দেখা দেবে। ফলে শিশুরা খুব দুর্বল হয়ে পড়বে।

ইউনিসেফের জানায়, জরুরি পদক্ষেপ না নিলে চলতি বছর এমন শিশুদের সংখ্যা বেড়ে প্রায় ৫ কোটি ৭০ লাখে পৌঁছাতে পারে। তাই সমস্যা মোকাবেলায় ২৪ কোটি ডলারের জরুরি তহবিলের আবেদন জানানো হয়েছে।

ইউনিসেফ’র মতে, ২০১৯ সালেও ৪ কোটি ৭০ লাখ শিশু তীব্র রুগ্নতায় ভুগেছে। এদের মধ্যে বাংলাদেশে ছিল এর পরিমাণ ছিল ১৭ লাখ।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট