চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মালয়েশিয়ার উপকূলে ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার

মালয়েশিয়ার উপকূলে ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই, ২০২০ | ৫:৩৮ অপরাহ্ণ

মালয়েশিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশী রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনায় ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম সিএনএ থেকে এসব তথ্য জানা যায়।

মালয়েশিয়ার কোস্টগার্ডের একজন কর্মকর্তা থেকে জানা যায়, রবিবার নৌকাডুবির পর সাঁতরে লাংকাউই দ্বীপের তীরে পৌঁছানোর চেষ্টা করছিলেন তারা। তাদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হলেও আশপাশের দ্বীপে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকা অবস্থায় এসব রোহিঙ্গাদের উদ্ধার করা হয়।

এদিকে, রবিবার নৌকাটি থেকে সাঁতরে উপকূলে পৌঁছাতে পারা এক রোহিঙ্গা যুবককে আটক করে দেশটির কোস্ট গার্ড। তার নাম নুর হোসেন, বয়স ২৭।

তিনি বলেন, এই অবৈধ রোহিঙ্গা আরও ২৪ জনের সঙ্গে নৌকা থেকে লাফ দিয়েছিলেন। তিনিই কেবল সাঁতরে নিরাপদে তীরে পৌঁছাতে পেরেছেন।

এ ঘটনা জানার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নামে কোস্ট গার্ড। পরদিনই বাকি রোহিঙ্গাদের উদ্ধার করেন তারা।

মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির ডিরেক্টর জেনারেল মোহাম্মদ জুবিল মাত সোম বলেন, তারা দ্বীপের মধ্যে ঝোপঝাড়ের ভেতরে লুকিয়ে ছিলেন।

কর্তৃপক্ষ এসব রোহিঙ্গাদের আটক করেছে। তাদের মধ্যে দুইজন রোহিঙ্গা অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের এই মানবপাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন