চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

একদিনে ইতালিতে ১০৩ বাংলাদেশির অবৈধ প্রবেশ

একদিনে ইতালিতে ১০৩ বাংলাদেশির অবৈধ প্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুলাই, ২০২০ | ১১:১৬ অপরাহ্ণ

অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গত একদিনে ইতালিতে আশ্রয় নিয়েছে ৫৫০ জন অভিবাসী। এদের মধ্যে ১০৩ জন বাংলাদেশি রয়েছেন।

এদিকে, দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, করোনার সংক্রমণ আবারও বাড়তে থাকায় দেশটির সরকার বেশ উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে জরুরি অবস্থার মেয়াদ বাড়তে পারে ৩১ অক্টোবর পর্যন্ত।

দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, রাজধানী রোমে প্রতিদিনই প্রবাসীদের করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। লাৎসিও বিভাগে আক্রান্তদের শতকরা ৫০ ভাগেরও বেশি অভিবাসী। এতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

এদিকে, অভিবাসীদের বৈধতা দেয়ার ঘোষণার পর লিবিয়া ও তিউনিসিয়া থেকে ইতালিমুখী অবৈধ অভিবাসী ঢল অব্যাহত রয়েছে। চলতি বছরে এ পর্যন্ত অবৈধ পথে ইতালিতে প্রবেশে করেছে ১১ হাজার ১৯১ জন অভিবাসী।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট