চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুলাই, ২০২০ | ১১:১২ পূর্বাহ্ণ

আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিমান হামলায় বেসামরিক নাগরিক ও তালেবান সদস্যসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।

দেশটির পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশের আদ্রাস্কান জেলার গভর্নর আলী আহমাদ ফকির ইয়ার জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত ৮ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

তিনি বলেন, খাম জিয়ারাত এলাকায় নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তালেবান সদস্যও রয়েছেন। তবে নিহত বাকি ৩৭ জনের মধ্যে কতজন বেসামরিক নাগরিক রয়েছেন, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স ।

তালেবান মুখপাত্র মোহাম্মদ ইউসুফ আহমাদি জানিয়েছেন, হেরাতে অন্তত ২ দফা বিমান হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে আফগানপ্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি তদন্ত করছে। তদন্তের ফলাফল জনসাধারণ ও গণমাধ্যমকে জানানো হবে বলে বৃবিতিতে বলা হয়েছে।

আফগানিস্তানে মার্কিন বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বুধবারের বিমান হামলায় তারা অংশ নেননি।

হেরাতের গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, ৬ তালেবান নেতাকে লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। বেসামরিক নাগরিকেরা কাছাকাছি একটি ল্যান্ড মাইন বিস্ফোরণে হতাহত হয়েছেন।

আফগানিস্তান স্বাধীন মানবাধিকার কমিশনের তথ্য মতে, চলতি বছরের প্রথম ৬ মাসে অন্তত ৮৮০টি ঘটনায় ১ হাজার ২১৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং আহত হয়েছেন ১ হাজার ৭৪৪ জন।

এক বিবৃতিতে তালেবান মুখপাত্র ক্বারি মুহাম্মদ ইউসুফ আহমাদি জানিয়েছেন, হেরাতে দুটি বিমান হামলায় আট বেসামরিক নিহত ও ১২ জন আহত হয়েছেন।

দুইবার বিমান হামলা হওয়ার কথা নিশ্চিত করেছেন স্থানীয় দুইজন সরকারি কর্মকর্তা। 

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন