চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জরিমানা দিয়ে দিল্লিতে মুক্তি পেলেন তাবলীগের ৭৯ বাংলাদেশি

জরিমানা দিয়ে দিল্লিতে মুক্তি পেলেন তাবলীগের ৭৯ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

২১ জুলাই, ২০২০ | ১১:২০ অপরাহ্ণ

ভারতের দিল্লির নিজামউদ্দিন মারকাজ মসজিদে ইজতেমায় অংশ নেয়া ৭৯ বাংলাদেশিকে মুক্তি দেয়া হয়েছে। দেশটির একটি আদালত সোমবার (২০ জুলাই) ৫ হাজার রুপি জরিমানা প্রদানের শর্তে এ আদেশ দেয়।

আটক হওয়া ৮২ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা ভিসার শর্তের অপব্যবহার এবং করোনাভাইরাসের সময়ে সরকারের ঘোষিত নীতিমালা অগ্রাহ্য করে ইজতেমায় যোগ দিয়েছিলেন। দিল্লির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জুলাইয়ের প্রথম দিকে তাদের জামিন মঞ্জুর করেছিল। ওই সময় তাদের আইনজীবী জানিয়েছিলেন, দোষ স্বীকার করে আদালতে মামলা প্রত্যাহার কিংবা কম দণ্ডের আবেদন করা হবে। অবশ্য এদের মধ্যে তিন বাংলাদেশি আদালতের কাছে দোষ স্বীকার করেননি। তাই ৭৯ জনকে মুক্তি দেয়া হয়।

বাংলাদেশিদের পক্ষে আইনজীবী অসীমা মান্দলা জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র প্রতাপ সিং প্রত্যেককে পাঁচ হাজার রুপি জরিমানা করে ৭৯ জনকে মুক্তির আদেশ দিয়েছেন। তবে আদালতের পক্ষ থেকে অবশিষ্ট তিন বাংলাদেশির বিচার কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেয়া হয়েছে।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন