চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

হলুদ রঙের কচ্ছপ!

হলুদ রঙের কচ্ছপ!

পূর্বকোণ ডেস্ক

২০ জুলাই, ২০২০ | ১১:৫৬ অপরাহ্ণ

ভারতের উড়িষ্যায় সমুদ্র সৈকত থেকে একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে। কচ্ছপটির গা ও খোলস হলুদ রঙের। রবিবার (১৯ জুলাই) কচ্ছপটি সৈকতে ভেসে উঠে। পরে রাজ্যের বালাসোর জেলার জনপুর গ্রামের বাসিন্দারা সেটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

বন্যপ্রাণি বিভাগের কর্মকর্তারা বলছেন, এমন উজ্জ্বল হলদে রঙের কচ্ছপ সাধারণত অমিল। উদ্ধার করা কচ্ছপের পুরো খোলস এবং দেহটি হলুদ। এটি একটি বিরল কচ্ছপ, এর মতো আগে আর কখনও দেখা যায়নি।

ভারতীয় বন বিভাগ কর্মকর্তা সুশান্ত নন্দ টুইটারে কচ্ছপটির সাঁতার কাটার একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘সম্ভবত এটি একটি অ্যালবিনো। কয়ক বছর আগে সিন্ধুর স্থানীয় বাসিন্দারা এরকম একটি প্রজাতি উদ্ধার করেছিল।’

অন্য একটি পোস্টে সুশান্ত বলেন, গোলাপি চোখগুলো দেখুন, অ্যালবিনিজমের এটি একটি অন্যতম বৈশিষ্ট্য।’

টুইটারে বেশ কয়েকজন জানিয়েন যে, তারা এর আগে কখনও হলুদ রঙের কচ্ছপ দেখেননি।

 

 

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট