চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সৌদিতে এবার ঈদুল আযহার জামাত হবে মসজিদে

সৌদি আরব সংবাদদাতা

১৪ জুলাই, ২০২০ | ১২:০৬ অপরাহ্ণ

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রার্দুভাবের কারণে এবছর সৌদি আরবে পবিত্র ঈদুল আযহার জামাত মসজিদে অনুষ্ঠিত হবে। তবে কোন উম্মুক্ত স্থানে এবার ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না।

সোমবার সৌদি আরবের ইসলামী মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আবদুল লাতিফ আল শেইখ এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ১৩ জুলাই সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে সৌদি ইসলামী মন্ত্রণালয় এবং ঐ বিজ্ঞপ্তি ইতিমধ্যে সৌদি আরবের সকল অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সৌদি আরবে ঈদুল আযহার নামাজের প্রস্তুতির জন্য বড় বড় মসজিদসমূহ তৈরি করা হচ্ছে।

শেখ আবদুললাতিফ আল শেইখ জানান, মহামারী করোনাভাইরাস প্রতিরোধে এবার কোন খোলা ময়দানে নামাজ আদায় করা হবে না।

এ জন্য মসজিদ সমূহে করোনা মোকাবেলায় যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে। যথারীতি প্রতিটি মসজিদের প্রবেশ পথে স্যানিটাইজার ব্যবস্থা থাকবে। মসজিদে আবশ্যকভাবে অবশ্যই মুখে মাস্ক পরে প্রবেশ করতে হবে। এদিকে বয়স্ক ও অসুস্থদের বাসায় থেকে ঈদের নামাজ আদায় করার জন্য ও পরামর্শ দেওয়া হচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন