চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আমিরাতে প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বাতিল

আমিরাতে প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

১১ জুলাই, ২০২০ | ১১:৪২ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাত বৈশ্বিক মহামারি করোনার কারণে ভিসা সমস্যায় পড়া প্রবাসীদের সুবিধার্থে নেয়া বেশ কিছু পূর্ব সিদ্ধান্ত বাতিল করেছে। প্রবাসীদের ভিসার মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা।

এর আগে, আমিরাতে বসবাসকারী যাদের ভিসার মেয়াদ গত ১ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে সেই সময়সীমা কমিয়ে তিন মাসে আনা হয়। এবার সেই সুবিধাটুকুও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধশালী দেশ আমিরাত। এছাড়া ৩১ মার্চ মেয়াদ শেষ হওয়া পরিচয়পত্রগুলো আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সচল রাখার সিদ্ধান্তও বাতিল করা হয়েছে।

তবে বাইরে থাকা যেসব প্রবাসীর ভিসার মেয়াদ ১ মার্চের পর শেষ হয়েছে বা যারা দেশটির বাইরে ছয় মাসের বেশি সময় কাটিয়েছেন, তাদের ভিসা নবায়নের সুযোগ বহাল রয়েছে দেশটি। গতকাল শুক্রবার (১০ জুলাই) সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার নেয়া নতুন এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

নতুন ঘোষণা অনুসারে, ১২ জুলাই থেকে দেশটির পরিচয়পত্র এবং নাগরিকত্ব বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ তাদের পরিষেবার জন্য ফি নেয়া শুরু করবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন