চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

দিল্লির ইজতেমায় আটক ৮২ বাংলাদেশির জামিন

দিল্লির ইজতেমায় আটক ৮২ বাংলাদেশির জামিন

আন্তর্জাতিক ডেস্ক

১০ জুলাই, ২০২০ | ৯:১৫ অপরাহ্ণ

ভারতের দিল্লির নিযামুউদ্দিন মারকাজ মসজিদে ইজতেমায় যোগ দেয়ায় আটক ৮২ বাংলাদেশিকে জামিন দিয়েছে দিল্লির একটি আদালত। আজ শুক্রবার (১০ জুলাই) তাদের জামিন দেয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। করোনা প্রাদুর্ভাবের সময় তাবলিগ-জামাতে যোগ দিয়ে ভিসা শর্ত ভঙ্গ, অবৈধভাবে ধর্মপ্রচার কাজে যোগদান এবং সরকারের বিধি ভঙ্গ করার দায়ে তাদের আটক করা হয়।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গুরমোহিনা কাউর প্রত্যেককে ১০ হাজার টাকার বন্ডে নিজ মুচলেকায় জামিনে মুক্তি দেন। শুনানি চলাকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আটককৃত বাংলাদেশিদের আদালতে উপস্থিত করা হয়েছিল।

বাংলাদেশিদের পক্ষে নিযুক্ত আইনজীবী এডভোকেট আশিমা মন্ডল ও মন্দাকিনি সিং জানিয়েছেন, শুক্রবার আদালতে আসামিরা আত্মপক্ষ সমর্থন করে জবাব দিয়েছেন। এতে তারা দোষ স্বীকার করে লঘুদণ্ডের জন্য আবেদন করেছেন।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন