চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ছাড়িয়েছে ৫ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

১০ জুলাই, ২০২০ | ১:৩৭ অপরাহ্ণ

চীনের উহান থেকে শুরু হওয়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার ( ১০ জুলাই) সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ১ কোটি ২২ লাখ ৩২ হাজার ২১১ জন। আর মারা গেছে ৫ লাখ ৫৪ হাজার ২৪৭ জন মানুষ।

এদিকে, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুবরণকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে েএখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩১ লাখ ১৫ হাজার আর আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৩৩ হাজার মানুষ।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। দেশটিতে করোনায় আক্রান্ত ১৭ লাখ ৫৫ হাজার মানুষ এবং মারা গেছে ৬৯ হাজার ১৮৪ মানুষ।
এশিয়ার দেশগুলোর মধ্যে করোনায় তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ভারতে। দেশটিতে ৭ লাখ ৬৭ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। ভারতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। মৃত্যুর সংখ্যায় অষ্টম দেশটি। সেখানে করোনায় মারা গেছে ২১ হাজার ১২৯ জন।

তবে বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি পাল্লা দিয়ে সুস্থতার সংখ্যাও দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত এ ভাইরাসের প্রতিষেধক কোন টিকা আবিষ্কৃত না হলেও অচিরেই আমরা এ ভাইরাস থেকে মুক্তি লাভ করবো বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট