চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১০ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র ছাড়তে হবে!

১০ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র ছাড়তে হবে!

আন্তর্জাতিক ডেস্ক

৮ জুলাই, ২০২০ | ৮:৪৯ অপরাহ্ণ

বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিবাসী প্রবেশ বন্ধের পর এবার শিক্ষার্থীদের দেশ ত্যাগের সিদ্ধান্ত নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, অধ্যয়নরত শিক্ষার্থীদের যেসব বিশ্ববিদ্যালয়গুলো শুধু অনলাইন ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিবে সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তাদের নিজ নিজ দেশে চলে যেতে হবে।

বৈশ্বিক মহামারি এ করোনার সময়ে আমেরিকার প্রথম সারির হারভার্ড, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত হাজার হাজার শিক্ষার্থীদের দেশে ফিরে আসার একটি সংকট তৈরি হয়েছে। দেশটিতে বিদেশী শিক্ষার্থী হিসেবে অধ্যয়ন করা ১০ লাখ তরুণ-তরুণী। যার মধ্যে শুধু ভারত ও চীনের শিক্ষার্থীই ৫২ শতাংশ।

ধারণা করা হচ্ছে, এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে ১০ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবনে এর প্রভাব পড়তে পারে। ২০১৮-১৯ সালের কনভোকেশনে অংশগ্রহণ করেছেন দেশটিতে বিদেশ থেকে আগত ১০ লাখের বেশি শিক্ষার্থী। এদের অধিকাংশই এশিয়ান দেশগুলোর নাগরিক।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট