চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মক্কার সব মসজিদ খুলছে রবিবার

এবার হজ করতে পারবেন শুধু সৌদিতে অবস্থানরতরা

অনলাইন ডেস্ক

২৩ জুন, ২০২০ | ১:৫৩ পূর্বাহ্ণ

মহামারী করোনাভাইরাসের কারণে এ বছর সীমিত আকারে পবিত্র হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও আরব নিউজের প্রতিবেদনে সোমবার সৌদি সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

ঘোষণায় বলা হয়, শুধু সৌদি আরবে বসবাসরতরাই এবারের হজে অংশ নিতে পারবেন। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন দেশের মুসলিম যারা বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন ওইসব সীমিত সংখ্যক হাজিদের নিয়েই এবারের হজ অনুষ্ঠিত হবে।

বিশ্বজুড়ে করোনভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ হাজির মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়বে। সে জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গতঃ প্রতিবছর সারা বিশ্বের প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করতে সৌদি আরব যান। হজ এবং ওমরাহ থেকে সৌদি সরকার প্রতি বছর প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় করে।

 

পূর্বকোণ/ এস

শেয়ার করুন