চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাইবার হামলার আশঙ্কায় ভারত জুড়ে সতর্কতা জারি

২২ জুন, ২০২০ | ১:৩১ পূর্বাহ্ণ

ভারতের সাইবার জগতে বড় ধরণের হামলার আশঙ্কায় কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়েরকম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম’ (সিইআরটি) টুইটারে রবিবার (২১ জুন)এক সতর্কবার্তা জারি করেছে

সতর্কবার্তায় বলা হয়, সাইবার দুষ্কৃতীরাফিশিং ক্যাম্পেনিংয়ের সাহায্যে হামলা চালাতে পারে। দক্ষিণপূর্ব এশিয়ার সাইবার নজরদারি সংস্থা (সাইবার সিকিওরিটি ভেন্ডর) ‘সাইফার্মাকে উদ্ধৃত করে রবিবার প্রকাশিত একটি খবরে দাবি, চীনের পিপলস লিবারেশন আর্মির মদদপুষ্ট অন্তত দুটি হ্যাকারগোষ্ঠী ভারতের বিভিন্ন সরকারিবেসরকারি সংস্থা সংবাদমাধ্যমের ওয়েবসাইটে হানা দেওয়ার পরিকল্পনা করেছে

সিইআরটি আশঙ্কা, কোভিড১৯ মোকাবিলার দায়িত্বপ্রাপ্ত কোনও সরকারি সংস্থার পরিচয় ব্যবহার করে ক্ষতিকর মেইল পাঠানো হতে পারে তাতে সরকারি কর্মসূচিতে সাহায্যে আবেদন জানিয়ে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করার বার্তা থাকবে কিন্তু ওই ক্ষতিকর মেইল এমনভাবে তৈরি যে, তার মাধ্যমে ওই ভুয়া ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করলেই ব্যক্তিগত এবং আর্থিক যোগাযোগের তথ্যের হাতিয়ে নেওয়া সম্ভব হবে সেই সঙ্গে ক্ষতিকর ফাইলও ডাউনলোড হওয়ার আশঙ্কা রয়েছে।

সাইফার্মা চেয়ারম্যান এবং সিইও কুমার রীতেশ বলেন, চীনা সেনার প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকা ওই দুটি সংস্থার হ্যাকারেরা আগেও বিভিন্ন দেশে সাইবার হামলা চালিয়েছে। ভারতের পাশাপাশি সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকাতেও এবার এই হামলার সম্ভাবনা রয়েছে। ডার্ক ওয়েব পদ্ধতিতে হতে পারে হামলা। ফলে হ্যাকারদের আইপিড্রেস সহজে চিহ্নিত করা যাবে না

 

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট