চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

স্বাভাবিক জীবনে ফিরছে সৌদি আরব

সৌদি আরব সংবাদদাতা

২১ জুন, ২০২০ | ১:৫৬ অপরাহ্ণ

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন লকডাউনে থাকা সৌদি আরবে আজ রবিবার (২১ জুন) সকাল ৬ টা থেক ২৪ ঘন্টা কারফিউ তুলে নেয়ার ঘোষণা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সাথে সব ধরণের বাণিজ্যিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর হতে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়েছে। ফলে পূর্বের মতোই ২৪ ঘন্টা নিজ শহরে চলাচল কিংবা এক অঞ্চল, শহর হতে অন্য অঞ্চল, শহরে যাতায়াতে আর কোন বাধা থাকবেনা।

রবিবার সকাল থেকে দীর্ঘ দিন বন্ধ থাকা সেলুন ও বিউটি পার্লারসহ সব ধরনের দোকান খুলে দেয়া হয়েছে। তবে সাধারণ জনগণসহ সবার মনে স্বস্তির আমেজ বিরাজ করছে।

তবে কারফিউ প্রত্যাহার করা হলেও এসময় কার্যক্রম পরিচালনা ও চলাচলে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমনঃ

কোন ধরণের জমায়েত ও ভীর করা যাবেনা। ঘর থেকে বের হলে মাস্ক পরিধান করে থাকতে হবে এবং অন্যের সাথে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে। প্রতিটি সেক্টরে যে সমস্ত নিরাপত্তা প্রটোকল ঘোষণা করা হয়েছে তা মেনে চলতে হবে।

এদিকে দেশটিতে বর্তমানে কারফিউ উঠে গেলেও উঠে যায়নি প্রানঘাতী করোনা। বরং দিন দিন করোনা আরো ভয়ংকর রুপ ধারণ করছে।

এদিকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উমরাহ,সকল সীমান্ত সহ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, রবিবার দুপুর পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৩৩ জন।এ পর্যন্ত ১ হাজার ২৩০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩৭৫ জনই প্রবাসী বাংলাদেশি। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯৮ হাজার ৯১৭ জন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন