চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘মানুষের হাতে প্রকৃতি ধ্বংসের ফল করোনা মহামারি’

আন্তর্জাতিক ডেস্ক ছবি-রয়টার্স

১৯ জুন, ২০২০ | ১২:৫৫ অপরাহ্ণ

মানুষের হাতে প্রকৃতি ধ্বংসের ফল আজকের এই করোনাভাইরাস মহামারি বলে মন্তব্য করেছেন জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ডব্লিউডব্লিউএফ ইন্টারন্যাশনালের কর্মকর্তারা।

যুক্তরাজ্যের দৈনিক দ্য গার্ডিয়ানকে এসব কথা বলেন এই সংস্থাগুলোর কর্মকর্তারা। তারা বলেছেন, এই কঠিন বাস্তবতাকে বিশ্ববাসী দশকের পর দশক ধরে এড়িয়ে চলেছেন। আজ মানুষের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি। বন্য প্রাণীর মাধ্যমে জীবাণু সংক্রমিত হয়ে মানুষের দেহে ক্রমবর্ধমান হারে যেসব রোগ সৃষ্টি হচ্ছে তার জন্য মানুষই দায়ী। বন্য প্রাণীর অবৈধ ও অস্থিতিশীল বাণিজ্য এবং বনভূমি ও অন্যান্য বন্য এলাকা উজাড় করার মতো বিষয়গুলো।

করোনাভাইরাসের মহামারি থেকে পরিত্রাণ পেতে সবুজ ও স্বাস্থ্যসম্মত জীবনব্যবস্থা গড়ে তোলা এবং প্রকৃতি ধ্বংস ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থেকে ফিরে আসার আহ্বান জানান এই নেতারা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন