চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনায় সুস্থ হয়েছেন ৩৫ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

৯ জুন, ২০২০ | ১:৪০ অপরাহ্ণ

নভেল করোনাভাইরাস ( কোভিড-১৯) বিশ্বব্যাপী এক ভয়ানক তাণ্ডব চালাচ্ছে। এ ভাইরাসে দিন দিন আক্রান্ত ও মৃত্যুর পরিমাণ বাড়ছেই। কিন্তু তার সাথে সাথে বাড়ছে সুস্থতার পরিমাণও। আজ মঙ্গলবার (৯ জুন) সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৩৫ হাজার ৪৯১ জন।

করোনার সার্বক্ষণিক তথ্য রাখা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এ ভাইরাসটিতে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭১ লাখ ৯৩ হাজার ৯৮৮ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৮ হাজার ৬২৮ জন।

এদিকে, করোনাভাইরাসের আক্রমণে সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত মানুষের সংখ্যা ২০ লাখ ২৬ হাজার ৪৯৩ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৫ জনের।
করোনায় আক্রান্ত মানুষের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরপরই রয়েছে ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৭ লাখ ছাড়িয়েছে। দেশটিতে করোনায় মোট ৩৭ হাজার ৩১২ জন মারা গেছেন।

করোনা রোগী শনাক্তের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে ৪ লাখ ৭৬ হাজার ৬৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৭১ জনের।

অন্যদিকে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। ভারতে আক্রান্ত ২ লাখ ৬৫ হাজার ৯২৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছে ৭ হাজার ৪৭৪ জন। ১ লাখ ২৯ হাজার ৯৫ জন সুস্থ হয়ে উঠেছে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট