চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সৌদিতে উপসর্গ নিয়ে রাউজান প্রবাসীর মৃত্যু

রাউজান সংবাদদাতা

৭ জুন, ২০২০ | ১০:৫৫ অপরাহ্ণ

সৌদি আরবের জেদ্দা নগরীতে করোনাভাইরাস উপসর্গ নিয়ে মারা গেছেন রাউজান সমিতি জেদ্দা শাখার আহবায়ক ও রাউজান পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া সরফরাজ খান (৬৮)। তিনি ওই গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম সিরাজুল হক মাস্টারের তৃতীয় পুত্র। গতকাল রবিবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে সে দেশের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন মরহুমের আত্মীয় রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু।
মরহুমের আত্মীয়-স্বজনরা জানান, সরফরাজ খান রবিবার সকালে জ্বর ও বুকে ব্যথা নিয়ে জেদ্দার একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার দাফনের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে এদেশীয় স্বজনরা জানিয়েছেন।
প্রসঙ্গত, সরফরাজ খান একটি প্রতিষ্ঠিত ইনডেন্টিং ফার্মের সেলস এক্সিকিউটিভ হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন এবং রাউজান সমিতি জেদ্দা শাখার আহবায়ক ও জেদ্দা আওয়ামীলীগের অন্যতম সংগঠক ছিলেন।

পূর্বকোণ/আরআর- জাহেদুল

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট