চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ব্রাজিলে প্রতিমিনিটে একজনের মৃত্যু
ব্রাজিলে প্রতিমিনিটে একজনের মৃত্যু

ব্রাজিলে প্রতিমিনিটে একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

৬ জুন, ২০২০ | ৪:০২ অপরাহ্ণ

মরণঘাতী করোনাভাইরাস বিশ্বের ১৮৮ টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।এর তান্ডবে পুরো বিশ্ব এখন বিপর্যস্ত।এদিকে এ ভাইরাসে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী প্রতি মিনিটে গড়ে দেশটিতে একজনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে দেশটিতে একদিনে সর্বোচ্চ এক হাজার ৪৭৩ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। অর্থাৎ ২৪ ঘণ্টা বিবেচনায় প্রতি মিনিটে কোভিড-১৯ রোগে গড়ে সেখানে এক জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।  

গতকাল শুক্রবার (৫ জুন)রাতে ব্রাজিল মৃতের যে সংখ্যা দিয়েছে সেখানে আগের দিনের বিবেচনায় মৃত্যু একটু কম হলেও সেই হাজারের উপরেই রয়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য  অনুযায়ী, দেশটিতে  এখন পর্যন্ত ৬ লাখ ১৪ হাজার ৯৪১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৪ হাজার ২১ জন। মৃতের তালিকায় ব্রাজিল তৃতীয়।  

তবে আক্রান্তের দিক থেকে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৯৭ হাজার ৮৩৮ জন  আর মৃত্যু  হয়েছে ১ লাখ ৯ হাজার ১৪৩ জনের।

পূর্বকোণ/ এএ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট