চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

পূর্বকোণ অনলাইন

২৮ মে, ২০২০ | ১১:৪৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। বিশ্বের অন্য সব দেশের চেয়ে এখানে প্রাণহানি বেশি হচ্ছে ।

সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পযর্ন্ত  যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯০ হাজার মানুষ। যা বিশ্বের মোট সংক্রমিত মানুষের ৩০ শতাংশ।

মেরিল্যান্ডের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার রাত পর্যন্ত কোভিড–১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২৭৬ জন।কেবল গতকাল মারা গেছেন ১ হাজার ৪০১ জনে। সবশেষ এই ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে সংক্রমণের সংখ্যা। এর আগে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা কমে আসছিল। তা ৭০০ জনের নিচে ছিল।

আগেই আশঙ্কা করা হচ্ছিল, ১ জুনের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাবে। টুইটারে দেওয়া এক পোষ্টে এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড।

এর মধ্যেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে লকডাউন শিথিল করা হয়েছে। নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে রাস্তাঘাটে, পার্কে মানুষের উপস্থিতি বাড়ছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি  আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

পূর্বকোণ/ আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট