চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভারতে একদিনে সর্বোচ্চ ৬৭৬৭ জন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মে, ২০২০ | ১:৫৫ অপরাহ্ণ

ভারতে প্রতিদিনই নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আগের দিনের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন ৬ হাজার ৭৬৭ রোগী শনাক্ত হয়েছে। আগের ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৬৫৪। এর ফলে একদিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত শনাক্ত করা গেছে। তবে সুস্থ হওয়ার হারও আশাব্যাঞ্জক বলে মনে করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনন্দবাজার পত্রিকা।

টানা তৃতীয় দিনের মতো করোনা আক্রান্ত ৬ হাজার পেরিয়ে শনাক্ত হলো ভারতে। রোববার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ৬ হাজার ৭৬৭ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৬ হাজার ৬৫৪ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, এ পর্যন্ত দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৩১ হাজার ৮৬৮ জন। করোনায় রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৭ জনের। এ নিয়ে মোট প্রাণহানি ঘটলো ৩ হাজার ৮৬৭ জনের।

করোনায় আক্রান্তের পরিসংখ্যানের নিরিখে গোটা দেশে সবচেয়ে বেশি উদ্বেগজনক অবস্থা মহারাষ্ট্রে। এখনও পর্যন্ত সে রাজ্যে ৪৭ হাজার ১৯০ জন আক্রান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৭৭ জনের। মহারাষ্ট্রের পাশাপাশি তামিলনাড়ু, গুজরাত, দিল্লি বা রাজস্থানের করোনা-পরিস্থিতিও স্বস্তিদায়ক নয়। তামিলনাড়ুতে সাড়ে ১৫ হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। গুজরাত (১৩,৬৬৪) বা দিল্লি (১২,৯১০)-এর পরিসংখ্যানও যথেষ্টও উদ্বেগজনক। ওই দুই রাজ্যের তুলনায় রাজস্থানে মোট আক্রান্তের সংখ্যা কম হলেও গত ২৪ ঘণ্টায় ৫২ জনের মধ্যে সংক্রমণের উপসর্গ মিলেছে। রাজস্থানে মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৪২।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট