চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ভারতে একদিনেই সাড়ে ৬ হাজারের বেশি আক্রান্ত শনাক্ত, মৃত্যু ১৩৭

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মে, ২০২০ | ২:৪২ অপরাহ্ণ

ভারতে প্রতিদিনই নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আগের দিনের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন ৬ হাজার ৬৫৪ রোগী শনাক্ত হয়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৮৮। এর ফলে একদিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত শনাক্ত করা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত ভারতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে এক লাখ ২৫ হাজার ১০১ এ দাঁড়িয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।   

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন আরও ১৩৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সব মিলিয়ে দেশটিতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা তিন হাজার ৭২০ এ পৌঁছেছে।

আক্রান্ত সোয়া এক লাখের মধ্যে শনিবার পর্যন্ত ৫১ হাজার ৭৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

সংক্রমণ মোকাবেলায় ভারত সরকার মার্চের শেষেই দেশজুড়ে কঠোর লকডাউন দিয়েছিল।

দেশটির সরকারি তথ্যে দেখা যাচ্ছে, চতুর্থ ধাপে এসে লকডাউন শিথিলের পর মাত্র চারদিনেই ভারতে প্রায় ২৫ হাজার আক্রান্ত শনাক্ত হয়েছে।

বিধিনিষেধ শিথিল হলেও ভারত মাত্র দুই মাসের ব্যবধানে করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা শতগুণ বাড়িয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

মার্চে দেশটি প্রতিদিন এক হাজার পরীক্ষা করতো, চলতি মাসে সেই সংখ্যা এক লাখে পৌঁছেছে। ভারতে এখন প্রতি ১০ লাখ জনগোষ্ঠীর মধ্যে গড়ে ২ হাজার জনের পরীক্ষা হচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন