চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জামাল খাশোগি হত্যা

বাবার হত্যাকারীদের ক্ষমা করে দিলেন ছেলেরা

হত্যাকারীদের ক্ষমার অধিকার কারও নেই : বাগদত্তা হেতিস

ইন্টারন্যাশনাল ডেস্ক

২৩ মে, ২০২০ | ১০:৫৮ পূর্বাহ্ণ

সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের ক্ষমা করার অধিকার কারও নেই বলে দাবি করেছেন তার বাগদত্তা হেতিস চেঙ্গিস। হত্যাকারীদের জন্য ক্ষমা ঘোষণা করে তার ছেলে টুইটারে বিবৃতি দেওয়ার পর হেতিস পাল্টা টুইটে এ দাবি করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার দিনগত রাতে এক বিবৃতিতে বাবার হত্যাকারীদের জন্য ক্ষমা ঘোষণা করে জামাল খাশোগির ছেলে সালাহ খাশোগি লিখেছেন, ‘পবিত্র রমজান মাসের পবিত্র এ রাতে আল্লাহর এক বাণীর কথা স্মরণ করছি। আল্লাহ বলেছেন, যদি কেউ কাউকে ক্ষমা করে দেয় ও সমন্বয় করে নেয়, তবে তার পুরস্কার আল্লাহই দেবেন। সুতরাং, আমরা শহীদ জামাল খাশোগির পুত্ররা ঘোষণা করছি যে যারা আমাদের বাবাকে হত্যা করেছে তাদের ক্ষমা করে দিচ্ছি। মহান আল্লাহ এর পুরস্কার দেবেন।’
এ ঘটনায় ক্ষোভ জানিয়ে শুক্রবার টুইট করেছেন হেতিস চেঙ্গিস। তিনি লিখেছেন, ‘তাকে যে নির্মম কায়দায় ও জঘন্য উপায়ে হত্যা করা হয়েছে, তার হত্যাকারীদের ক্ষমা করার অধিকার কারোরই নেই। জামালের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমি থামব না, অন্যরা থামবে না।’
তিনি আরও বলেন, যারা হত্যা করেছে এবং যারা হত্যার নির্দেশ দিয়েছে তাদের ক্ষমা নেই। ২০১৮ সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি। বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। তাদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের ভুলে নিহত হন ওই সাংবাদিক। তবে তার মৃতদেহের কোনও সন্ধান পাওয়া যায়নি। গত বছরের ডিসেম্বরে এই ঘটনায় পাঁচ কর্মকর্তাকে প্রাণদ- দেওয়ার কথা ঘোষণা করলেও তাদের নাম প্রকাশ করেনি সৌদি আরব। তবে তুরস্ক আলাদাভাবে এই হত্যাকা-ের তদন্ত ও বিচার কাজ চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন