চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আম্ফানের প্রভাবে বৃষ্টিতে তলিয়ে গেছে কলকাতা বিমানবন্দর

পূর্বকোণ অনলাইন

২১ মে, ২০২০ | ৩:৪৮ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় আম্ফানের প্রবল বৃষ্টিপাতে কলকাতা বিমানবন্দর তলিয়ে গেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে বয়ে যাওয়া ঝড় ও সঙ্গে ভারি বৃষ্টিপাতে অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এনডিটিভির খবরে  জানা গেছে ।

জানা গেছে, কলকাতা বিমানবন্দরের অন্তত একটি টারমাক, কয়েকটি রানওয়ে ও হ্যাঙ্গার পানিতে তলিয়ে গেছে। বিমানবন্দরের একটি অংশে কয়েকটি হ্যাঙ্গারের ছাদ ধসে পড়েছে,স্থানীয় গণমাধ্যমে আসা ছবিতে এমনটি দেখা গেছে। একটি উড়োজাহাজকে হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৫টা পর্যন্ত বিমানবন্দরটির সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন