চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

যুক্তরাষ্ট্রে করোনায় আরও ১৬’শ মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

২০ মে, ২০২০ | ৩:০৫ অপরাহ্ণ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃতের সংখ্যায় সর্বোচ্চ অবস্থানে যুক্তরাষ্ট্র। দিনদিন লাগামহীন হয়ে পড়ছে দেশটির মৃত্যুর তালিকা। গতকাল মঙ্গলবার (১৯ মে) ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছে আরও প্রায় ১৬শ মানুষ। মঙ্গলবারের এই মৃত্যুর ফলে মার্কিন রাষ্ট্রে এখন মোট মৃত্যুর সংখ্যা ৯৩ হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (১৯ মে) গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১৫৫২ জন। ফলে সেখানে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯৩ হাজার ৫৩৩ জনে। মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২০ হাজার ২৮৯ জন। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। অর্থাৎ সেখানে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬১ হাজার ১৮০ জন। এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছে আরও ১১ লাখ ১৫ হাজার ৮৭০ জন। এদের মধ্যে ১৭ হাজারের অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে, সেখানে করোনায় মৃত্যুর সংখ্যা দু একদিনের মধ্যেই ১ লাখ ছাড়িয়ে যাবে।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্ক রাজ্যে, প্রায় ২৩ হাজার। ওই রাজ্যে আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬১ হাজার। ক্যালিফোর্নিয়াতে আক্রান্ত ৮১ হাজারের বেশি, মৃত্যু ৩ হাজার।

পূর্বকোণ/ এএ

শেয়ার করুন