চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নেপালে করোনাভাইরাসে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মে, ২০২০ | ৭:৫৯ অপরাহ্ণ

বিশ্বব্যাপী মহামারী সৃষ্টি করা করোনাভাইরাসে নেপালে মৃত্যুর ঘটনা ঘটেছে নেপালে। নেপালের একটি জেলা থেকে রাজধানী কাঠমান্ডু আনার পথে ২৯ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয় বলে শনিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সিএনএন জানায়, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৪ মার্চ থেকে লকডাউনে আছে নেপাল। দুই বৃহৎ প্রতিবেশী ভারত ও চীনের সীমান্ত বন্ধ করে দিয়েছে তারা। এসব পদক্ষেপ নিয়ে ভাইরাস ঠেকাতে দেশটি প্রায় সফল হয়েছে।

রোববার বিকালে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ করা তথ্য অনুযায়ী, নেপালে শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা মাত্র ২৯১ জন আর শনিবার প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।

দেশটির সিন্ধুপালচক জেলার বারহাবিস শহরের ওই করোনাভাইরাস আক্রান্ত নারীকে রাজধানীর ধুলিখেল হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। 

নেপালের দক্ষিণের প্রতিবেশী ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ছাড়িয়েছে আর মৃত্যুর সংখ্যা প্রায় তিন হাজার।

অপরদিকে উত্তরের প্রতিবেশী চিনের উহান শহর থেকেই নতুন ধরনের একই করোনাভাইরাসটি বিশ্বজুড়ে ছড়িয়ে মহামারী সৃষ্টি করেছে। চীনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজারের কিছু বেশি এবং মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৮ জন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট