চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিশ্বকাপ ফাইনাল স্টেডিয়াম এখন কোয়ারেন্টাইন সেন্টার
বিশ্বকাপ ফাইনাল স্টেডিয়াম এখন কোয়ারেন্টাইন সেন্টার

বিশ্বকাপ ফাইনাল স্টেডিয়াম এখন কোয়ারেন্টাইন সেন্টার

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মে, ২০২০ | ৪:১৫ অপরাহ্ণ

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস সমগ্র বিশ্বের দৃশ্যপট পাল্টে দিয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যা যা সম্ভব সবই করা হচ্ছে। এবার করোনা মোকাবিলায় ভারতের ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলা মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামটি ব্যবহৃত হবে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে।
এটি মূলত জরুরি স্টাফদের ‘এ’ ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হবে ও যারা কোভিড-১৯ এ পজিটিভ হয়েছেন তাদের জন্যও।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে এই স্টেডিয়ামটি থাকলেও করোনা ভাইরাস পরিস্থিতির কারণে শহরের মিউনিসিপাল করপোরেশনের আদেশে এমনটি করা হচ্ছে।
একটি চিঠির মাধ্যমে সেই আদেশে বলা হয়, যেসব নির্দেশ দেয়া হয়েছে তা যদি পালনে ব্যর্থ হয় তবে ইন্ডিয়ান পেনাল কোডের ১৮৮ ধারায় অ্যাকশন নেয়া হবে।
উল্লেখ্য, এর আগে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ সরকারকে ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনসকে কোয়ারেন্টাইন সেন্টার বানাতে প্রস্তাব করেছে।
মুম্বাইতে এখন পর্যন্ত করোনায় ১ হাজার ১৪৫জন আক্রান্ত হয়েছে। যেখানে মৃত্যু হয়েছে ৫৩ জনের। বৃহত্তর মুম্বাইয়ের নিরাপত্তা ঠিক রাখতে ইতোমধ্যে ২৬৪৬টি কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট