চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাশ্মীরে গোলাগুলিতে কর্নেল ও মেজরসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

৩ মে, ২০২০ | ৪:৪১ অপরাহ্ণ

ভারত নিয়ন্ত্রিত উত্তর কাশ্মীরের হান্দোয়ারায় জঙ্গিদের সঙ্গে রাতভর গুলির লড়াইয়ে এক কর্নেল ও মেজরসহ পাঁচ জন নিহত হয়েছেন। 

শনিবার শুরু হওয়ার পর রাতভর এ গোলাগুলির ঘটনায় এক পুলিশ কর্মকর্তা ও সেনাবাহিনীর দুই সৈনিকও নিহত হয়েছেন বলে আনন্দবাজার জানিয়েছে।

সেনা সূত্রে খবর, নিহতদের মধ্যে রয়েছেন এক পুলিশকর্মী এবং আরও দুই জওয়ান। এই সংঘর্ষে দুই জঙ্গিও নিহত হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘কুপওয়ারা জেলার হান্দওয়াড়া এলাকায় সেনা ও পুলিশের যৌথ অভিযান চলছিল। সন্ত্রাসীরা কয়েকজন বেসামরিক নগরিককে জিম্মি করেছে এমন খবর ছিল নিরাপত্তা বাহিনীর কাছে। সে সময় তাদের ওপর হামলা চালানো হয়। তবে নিরাপত্তা বাহিনী কয়েকজন বেসামরিক নাগরিকেকে জিম্মি দশা থেকে উদ্ধার করে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, গোলাগুলির সময় দুই ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হওয়ার ঘটনায় টুইটারে শোক প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ ছাড়া শোক প্রকাশ করেছেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, ভারতীয় পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং এবং জম্মু ও কাশ্মীরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ইমতিয়াজ হুসেইন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট