চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভারতে করোনায় একদিনে রেকর্ড ১৯৯০ জন শনাক্ত, মৃত্যু ৪৯

আন্তর্জাতিক ডেস্ক, ছবি-এনডিটিভি

২৬ এপ্রিল, ২০২০ | ১২:৩২ অপরাহ্ণ

ভারতে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার  ৯৯০ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা পৌঁছল ২৬ হাজার ৪৯৬ জনে। আর একদিনে মারা গেছেন ৪৯ জন। এ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৮২৪ জন।

রবিবার (২৬ এপ্রিল) ভারতে ভারতে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার  ৯৯০ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা পৌঁছল ২৬ হাজার ৪৯৬ জনে। র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এনডিটিভির।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। আগের রবিবার যেখানে আক্রান্ত ছিলেন ১৬ হাজার জন, সেখানে এই রবিবারে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৬ হাজার। রবিবার সকালে দেওয়া তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৯০ জন। ২৪ ঘণ্টায় মারা গেছে ৪৯ জন। এদিকে গত ১০ দিনে সুস্থতার হারও বেড়েছে। এখনও পর্যন্ত ৫ হাজার ৮০০ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার ২১ দশমিক শূন্য ৯ শতাংশ। গত সপ্তাহে যা ছিল ১৪ দশমিক ১৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪১ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের ৬৮ শতাংশ সংক্রমণ হয়েছে ২৭টি জেলায়। এই ২৭ জেলা রয়েছে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা রাজ্যে। এর মধ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে, ১৩ দশমিক ৮ শতাংশ। মহারাষ্ট্র রাজ্যের মোট আক্রান্তের ৪৭ দশমিক ৬ শতাংশ আবার মুম্বাই শহরের বাসিন্দা। মুম্বাইয়ে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট রাজ্য। গুজরাটে আক্রান্তদের প্রায় ৬২ শতাংশই আহমেদাবাদের বাসিন্দা।

এদিকে রবিবার তামিলনাডুর পাঁচটি শহরে কড়া লকডাউন শুরু হয়েছে। এ রাজ্যে ১ হাজার ৮০০ জন আক্রান্ত হয়েছেন। আগামী বুধবার পর্যন্ত ওই লকডাউন চলবে চেন্নাই, মাদুরাই ও কোয়াম্বাটুরে।  দেশে মোট আক্রান্তের ১১ শতাংশ দিল্লির বাসিন্দা।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, করোনা আক্রান্তদের ওপরে রক্তের প্লাজমাথেরাপি প্রয়োগ করার পরীক্ষায় দারুণ সাফল্য মিলেছে। কর্নাটক ও মহারাষ্ট্রও এই পদ্ধতি প্রয়োগের প্রস্তুতি নিয়েছে।

প্রসঙ্গত,  বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়াল।  এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ লাখের বেশি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট