চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

২৬ এপ্রিল, ২০২০ | ১২:২৫ অপরাহ্ণ

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।  

বাংলাদেশ সময় রবিবার (২৬ এপ্রিল)  সকাল সাড়ে ৮টা নাগাদ বিশ্বে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৩২ জনে। আর মোট আক্রান্ত হয়েছে ২৮ লাখ ৯৬ হাজার ৬৩৩ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছে ৮ লাখ ১৬ হাজার ৫৩৭ জন।

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে এ পযন্ত মারা গেছেন ৫৪ হাজার ২৬৫ জন। এদের মধ্যে শনিবার গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ হাজারের বেশি মানুষ, ২ হাজার ৬৫ জন।

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৬০ হাজার ৮৯৬ জন। এদের মধ্যে শনিবার একদিনেই আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪১৯ জন। রোববার সকাল পর্ন্ত আক্রান্ত হয়েছে আরও ২৫৪ জন।

সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ১৮ হাজার ১৬২ জন। তবে এখনও চিকিৎসাধীন রয়েছেন আরও প্রায় ৮ লাখ মানুষ। অর্থাৎ ৭ লাখ ৮৮ হাজার ৪৬৯ জন। এদের মধ্যে ১৫ হাজারের বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট