চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা প্রায় ২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

২৫ এপ্রিল, ২০২০ | ১১:৩১ পূর্বাহ্ণ

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে এই পর্যন্ত এক লাখ ৯৭ হাজার ২৪৬ জন মারা গেছে। এছাড়া এদের মধ্যে সাত লাখ ৯৮ হাজার ৭৭৬ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। 

শনিবার (২৫ এপ্রিল) সকাল নয়টা দুই মিনিটে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানায়। 

বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলের ২৮ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। এদের মধ্যে শুক্রবার মাত্র একদিনেই আক্রান্ত হয়েছে ১ লাখের বেশি মানুষ

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, বর্তমানে বিশ্বের ২৮ লাখ ৩০ হাজার ৮২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শুক্রবার গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৬ জন।

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা নয় লাখ ২৫ হাজার ৩৮ জন। মারা গেছে ৫২ হাজার একশ ৮৫ জন। স্পেনে করোনা রোগীর সংখ্যা দুই লাখ ১৯ হাজার সাতশ ৬৪ জন। মারা গেছে ২২ হাজার পাঁচশ ২৪ জন।  

বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয়েছে চার হাজার ছয় ৮৯ জন। এদের মধ্যে মারা গেছে একশ ৩১ জন। এছাড়া সুস্থ হয়েছে ১১২ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে স্পেনের মানুষ। শুক্রবার গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে আরও ৬ হাজার ৭৪০ জন। অর্থাৎ ওইদিন তারা আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। ফলে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ২ লাখ ১৯ হাজার ৭৬৪ জন।

তবে স্পেনে করোনায় মৃত্যুর হার বেশ কমেছে। শুক্রবার দেশটিতে মারা গেছে আরও ৩৬৭ জন। ফলে সেখানে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৫২৪ জনে।

দেশটিতে সুস্থ হয়েছেন মোট ৯২ হাজার ৩৫৫ জন। এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছে আরও ১ লাখের বেশি মানুষ। এদের মধ্যে ৭ হাজার ৭০৫ জনের অবস্থা গুরুতর।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট